😥😥😥😥ফাগুনের দিনগুলি 😥😥😥😥
মোশাররফ হোসেন ভূঞা
নৈঃশাব্দিক বেদনা - কাতর ফাগুনের দিনগুলো
বারেবারে কেনো ফিরে আসে বেদনার্ত বাতাসের
স্কন্ধে ভেসে? শিমুল পলাশ ম্লানমুখে কেঁদে কেঁদে
রাজপথে শোকের আগুন ঢেলে শহীদের রক্তে
অশ্রুসিক্ত মানচিত্র আঁকে! মৃত্যুময় স্তব্ধতায়
কৃষকের নিষ্পলক চোখ তুমুল রোদ্দুরে পোড়া
ফসলের বিরাণ প্রান্তরে । মরুময় দৃষ্টি দিয়ে
মধুকর সুদূরে তাকিয়ে দেখে আমের মুকুল ।
বাকরুদ্ধ মায়ের চাহনি, স্মতি - ভারাতুর ক্ষতে
আগুনের লাল ষিখা জ্বলে পুড়ে ভস্ম অন্তরীক্ষ
রক্তশূন্য সমস্ত শরীর । বিষাদেই কেটে যায়
আমাদের বসন্ত মৌসুম।মায়ের ইশারা ভাষা---------
রক্তস্নাত শিমুল পলাশ ফোটে দেখো শহীদের
দীর্ণ বক্ষ থেকে নিঃসরিত তাজা রক্ত গায়ে মেখে
নগ্ন পায়ে ছুটে চলো- শুধু জীবনের পাঠপথ
বেয়ে বেয়ে । শহীদ মিনার থেকে বেজে ওঠে গীত
অবিনাশী, সাহসী সৈনিক তোরা শহীদের রক্তে
বরণীয়, তোদের জীবন পূর্ণ হোক ধনধান্যে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন