হাদিসের পাতা থেকে

উবাদাহ ইবন সামেত থেকে বর্ণিত, তিনি বলেন: “কোন এক রাতে নবী সাল্লাাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী গণ তাকে হারিয়ে ফেলেন , সাধারনত তারা কোথাও অবতরন করলে তাকে তাদের মাঝে রাখতেন , তাই তারা চিন্তিত হল , তারা ধারণা করল আল্লাহ তার জন্য না তাদের ব্যতীত অন্য সম্প্রদায় মনোনীত করলেন!! এভাবেই নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে নিয়ে চিন্তা করতে লাগল, হঠাৎ তাকে দেখে তাকবীর বলে উঠল , তারা বলল : হে আল্লাহর রাসূল আমরা আশঙ্কা করছিলাম যে আল্লাহগ না আপনার জন্য আমাদের ব্যতীত অন্যদের মনোনীত করেন! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: না, বরং তোমরা আমার দুনিয়া ও আখেরাতের সাথী। আল্লাহ তা’আলা আমাকে জাগ্রত করে বলেন: হে মুহাম্মদ, আমি এমন কোন নবী ও রাসুল প্রেরণ করিনি যে আমার নিকট একটি বস্তু প্রার্থ না করেছে আমি তাকে দেই নি ।

  • হে মুহাম্মদ, তুমি চাও, দেয়া হবে। আমি বললাম: আমার চাওয়া হচ্ছে কিয়ামতের দিন আমার উম্মতের জন্য সুপারিশ করা“। আবু বকর বললেন : হে আমার রব, আমার সুুপারিশ চাই যা আপনার নিকট আমি গোপনে জমা রেখেছি।


  • আল্লাহ বলবেন: হ্যাঁ। অতঃপর আমার রব জাহান্নাম থেকে আমা্র অবশিষ্ট উম্মত বের করবেন , অতঃপর তাদের কে জান্নাতে নিক্ষেপ করবেন “। [ আহমদ ]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন