আবু হোরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বণিত, রাসুলূল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : প্রত্যেক সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয় । মা’মার বলেন সুহাইল ব্যতিত অন্যরা বলেছেন : প্রত্যেক সোম ও ব্রহস্পতিবার আমল পেশ করা হয় , অহঃপর আল্লাহ তা’আলা ফেরেশতাদের বলেন :এদের কে অবকাশ দাও যতক্ষণ না মিমাংসা করে নেয়’’।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন