জীবনের প্রতি আপনার বিতৃষ্ণা আসতেই পারে । এমন কিছু করে ফেলতে পারেন বা ঘটে যেতে পারে যার কারনে আপনি নিজেকেই নিজে ঘৃনা করছেন । আপনার সব স্বপ্ন গুলো ভেঙ্গে চুরমার হয়ে যেতেই পারে ।
বাঁচার একমাত্র অবলম্বন যা ছিলো তাও খুইয়ে ফেলতে পারেন । সবচেয়ে কাছের মানুষ টা বিশ্বাস ঘাতকত া করতে পারে । প্রেমখানরে অমর করে ফেলতে চাইতেই পারেন ।
একটা মজনু মজনু ফিলিংস আসতেই পারে । আপনার বুকের ভিতর চাপা কষ্টগুলো , মলম লাগানো তো দূরে র কথা , চিনচিন ব্যথা কান পেতে শুনার জন্য বাসায় একটা টিকটিক ও নাই । এমন ঘটনা ঘটে গেছে যে লজ্জায় ঘৃনায় মুখ দেখাতে ইচ্ছা করছেনা ।
হাজার বার চেষ্টা করেও ভাগ্যের চাকা ঘুরাতে পারেননােই । সারা জীবন জ্যামের মধ্যেই পড়ে ছিলেন । যেটাতেই হাত দিছেন সেটাই ব্যর্থ । সিম্পল ব্যর্থনা , সুপার ডুপার ব্যর্থ । এখন আপনার কাছে তিনটা অপশন আছে ---
অপশন:
১. সবচেয়ে সহজ হচ্ছে সুসাইড খাইতে পারেন পারেন । কয়দিন আগে রবিন উইলিয়াম করছে ।ন্যান্সি চেষ্টা করছে । আপনিও ট্রােই মারতে পারেন । এই চান্সে হালকা পপুলার ও হয়ে যেতে পারেন
২.আপনি চুপচাপ ঘরের মধ্যে পড়ে থাকতে পারেন ।আপনার খারাপ অবস্থা আরো খারাপ করে ফেলতে পারেন ।
৩. আপনি ঘুরে দাড়াতে পারেন । ঝেড়ে ?ফেলতে পারেন যা হইছে সব কিছু । আগের অবস্থার চাইতে আরো অনেক অনেক ভালো করতে পারেন । মরে গেলে গ্যারান্টি আপনি এর চাইতে ভালো থাকতে পারবেন না ।
কারন ,ধর্মে বলছে দোজখের আগুনে পুড়বেন । যেটা দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুন বেশি । ।ভাই আনি দুনিয়ার একগুনই সইতে পারতেছেননা আর সখ করে ৭০গুনে ঝাপ দিচ্ছেন । বুইঝেন কিন্তু !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন