বন্ধু তোমার প্রতিদান দিয়ে গেলাম
অনেক দিন আগের কথা । ণীল আকাশের নিচে নীল সাগরের নীল পানিতে জেলের বাস ছিল । তার তার নীল কেন রাখা হয়েছে তা কেউ জানতনা । কিন্তু কাকতলীয় ভাবে নীল জেলের বেচে থাকার মাঝে প্রকৃতির কত নীলেনই সমাগম হয়েছিল।
ছোট্ট নীল জেলেপ্রতিদিন ই তার বাবা কে মাছ ধরতে সাহায্য করতে সাগরে আসতো। সে খুব উদার ছিল । বাবার অলক্ষে অনেক বাচ্চা মাছকেই সে পানিতে ছেড়ে দিত । বাবার জালে আটকে থাকা মাছ গুলোকে দেখে তার অনেক কষ্ট হত । কেমন চট্ ফট্ করত ও গুলো ।
একদিন হল কি , নীল জেলের বাবার জালে একটা কচ্ছপ আটকা পরল । কচ্ছপ রা সব সময় ভান ধরে থাকতে পছন্দ করে । জালে আটকে যাওয়া কচ্ছপটিও মরার মত চুপটি করে মেরে রইল । নীল জেলের বাবা সেটিকে মরা মনে করে নৌকা তেই ফেলে রাখল । এদিকে কচ্ছপ ছানার যায় যায় অবস্থা। পানি ছাড়া আর কতক্ষন বেঁচে থাকা যায় । সেদিন নীল আকাশের প্রখর সূর্যটা একপুকুও বিশ্রাম নিচ্ছিলনা । প্রচন্ড রোদে ছানার শরীর শুকিয়ে কাঠ হয়ে যাবার যোগার । কচ্ছপ ছানা দূর্বল হয়ে গেলে ও বুদ্ধি লোপ পায়নি । সে অনেকক্ষন ধরেই খেয়াল করছিল নীলের কান্ড কারখানা । সে বাবার জাল থেকে চুপ করে মাছ ছেড়ে দিচ্ছে । তাই সে মনে মনে চিন্তা করছিল , কখন সে নীলের চোখে পরবে ।
বাবার সাথে মাছ সংগ্রহ করতে করতে নীল জেলে হাপিয়ে উঠেছিল । একটু বিশ্রাম নিবে বলে বসল । কিন্তু ভুল করে কচ্চপ ছানাটির উপড়েই বসে পড়’ল । ছোট্ট কচ্ছপটি নড়ে উঠল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন