শাহাদাৎ সম্পর্কে কোরআনের বানী

  • আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের বলোনা । বরং তারা জীবিত,কিন্তু তোমরা তা বুঝনা । আল বাকরা ১৫৪

  • তোমাদের উপর যুদ্ধ পরয করা হয়েছে , অথচ তা তোমাদের কাছে অপছন্দনীয়। পক্ষান্তরে তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয় , অথচ তা তোমাদের জন্য কল্যানকর । আর হয়তবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দই অথচ তোমাদের জন্যে অকল্যানকর।বস্তুতঃআল্লাহই জানেন তোমরা জাননা ।আলবাকারা ২১৬
  • আর লড়াই কর আল্লাহর ওয়াস্তে তাদের সাথে,যারা লড়াই করে তোমাদের সাথে।অবশ্য কারো প্রতি বাড়াবাড়ি করোনা। নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে পছনদ করেননা । আলবাকারা ১৯০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন