নতুন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ১৯৫৪ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লার নাঙ্গলকোর্ট থানায় জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ মুস্তফা আলী এবং মা বেগম কাওসার জাহান। তিনি বিএসসি ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। এ ছাড়া লন্ডন ইউনিভার্সিটির স্কুল অব ওরিয়েন্টাল আফ্রিকান স্টাডিজ এবং ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ থেকে ‘কমনওয়েলথ ইয়াং ল ইয়ার্স কোর্স’ করেন। সৈয়দ মাহমুদ হোসেন ১৯৮১ সালে জেলা আদালতে এবং ১৯৮৩ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে নিবন্ধিত হন। ১৯৯৯ সালের ডিসেম্বরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিযুক্ত হন। ২০০৩ সালের ২২ ফেব্রুয়ারি হাইকোর্টে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।
২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি সুপ্রিমকোর্টের আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন তিনি। বর্তমানে আপিল বিভাগে দায়িত্ব পালনকারী পাঁচ বিচারকের মধ্যে তিনি জ্যেষ্ঠতার দিক থেকে দ্বিতীয় ছিলেন। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ২০২১ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
আপিল বিভাগের প্রথম জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিয়া ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করছিলেন। বয়সসীমা অনুযায়ী বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিয়ার দায়িত্বপালনের সময়সীমা ছিল ২০১৮ সালের ১০ নভেম্বর পর্যন্ত; কিন্তু তাকে প্রধান বিচারপতি না করায় গতকালই তিনি পদত্যাগ করেছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন